বিপিএল ষষ্ঠ আসরের দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে চারটি দল। দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট সিক্সার্স। খেলাটি শুরু হবে দুপুর ১২-৩০ মিনিটে।
সিলেট সিক্সার্স:
দেশি খেলোয়াড় : নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী অনিক এবং মেহেদি হাসান রানা।
বিদেশী খেলোয়াড় : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), সোহেল তানভির, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, নিকোলাস পুরান এবং মোহাম্মদ নওয়াজ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
দেশি খেলোয়াড় : তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ এবং সঞ্জিত সাহা।
বিদেশী খেলোয়াড় : শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই এবং আমের ইয়ামিন।
এদিকে দিনের দ্বিতীয় খেলায় বিকালে মাঠে নামছে রংপুর রাইডার্স-খুলনা টাইটানস। খেলাটি বিকেল ৫-২০ মিনিটে শুরু হবে। এই আসরে খুলনার এটি প্রথম খেলা হলেও আজ দ্বিতীয় বারের মতো মাঠে নামতে যাচ্ছে মাশরাফির রংপুর। শনিবার তারা মুশফিকের চিটাগংয়ের কাছে হার দিয়ে আসর শুরু করে।
রংপুর রাইডার্স:
দেশি খেলোয়াড়: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম,সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, এবং ফারদিন হোসেন অনি।
বিদেশী খেলোয়াড়: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রিলি রসৌ, বেনি হাওয়েল, শেলডন কটরেল এবং শন উইলিয়ামস।
খুলনা টাইটান্স:
দেশি খেলোয়াড়: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহিরুল ইসলাম অমি, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম এবং মাহিদুল ইসলাম অঙ্কন।
বিদেশী খেলোয়াড়: কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহির খান, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, পল স্টার্লিং, ডেভিড উইস এবং ব্রেন্ডন টেলর।