আফ্রিকার মাটিতে এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কা। শনিবার টেস্টের তৃতীয় দিনে মাত্র ১৩৭ রান করতে পারলেই ইতিহাস লেখা হয়ে যাবে করুনারত্নে-কুশল পেরেরাদের। ডারবানে সেই ইতিাহস গড়তে তাদের হাতে আছে ৮ উইকেট। তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতায় রয়েছে দল দুটি।
আফ্রিকার মাটিতে টেস্টে বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা সব টেস্ট খেলুড়ে দেশকে নাকানি চুবানি খাইয়েছে আমলা-ডুপ্লেসিসরা। সেই বেড়াজাল থেকে থেকে বের হয়ে একমাত্র টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়তে পেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ইংল্যান্ড সিরিজ জেতে ২০১৫-১৬ সালে। ৪ ম্যাচের সিরিজ তারা জিতেছে ২-১ ব্যবধানে। অস্ট্রেলিয়া সর্বশেষ দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতেছে ২০১৪ সালে। ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা। এই দুটি দেশ ছাড়া আফ্রিকা মহাদেশের এই দেশটিকে আর কেউ কখনো টেস্ট সিরিজ জয় করতে পারেনি।
প্রথম ইনিংসে আফ্রিকার করা ২২২ রানের জবাবে ১৫৪ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের মাত্র ১২৮ রানে থামিয়ে দেয় তারা। ডু প্লেসিস, মার্করাম এবং আমলা ছাড়া কেউই দু অঙ্ক ছুঁতে পারেননি। লাকমাল ৪টি এবং ডি সিলভা নেন ৩টি করে উইকেট।
লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর চতুর্থ ইনিংসে টেস্ট জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। জবাব দিতে নেমে দলীয় ৩২ রানে করুনারত্নে (১৯) ও এবং ৩৪ রানে থিরিমান্নে (১০) ফিরে গেলে দুই ওপেনার হারায় শ্রীলঙ্কা। তবে দিনের বাকিটা সময় আর কোনো বিপত্তি ছাড়াই পার করে দেন ফারনান্দো ১৭ ও মেন্ডিস ১০। তাদের দলীয় সংগ্রহ ৬০ রানে ২ উইকেট।