ওয়ানডে ক্যারিয়ারে ৪০তম সেঞ্চুরির দিনেই অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি৷ প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকে টপকে দ্রুততম ৯ হাজার রানের মাইলস্টোন গড়লেন ক্যাপ্টেন কোহলি৷
মঙ্গলবার ভারতের নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১২০ বলে ১১৬ রানের ইনিংস খেলেন বিরাট৷ এদিন ব্যক্তিগত ২২ রানে পৌঁছতেই পন্টিংকে টপকে রেকর্ড গড়েন তিনি৷ ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে ৯ হাজার রানের মাইলস্টোন টপকে যান কোহলি৷ যেখানে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে পন্টিং খেলেছিলেন ২০৩ ইনিংস।
কোহলির ৯ হাজার রানের মধ্যে টেস্টে ৭৬ ইনিংসে ৪৫১৫ রান করেছেন। ৬৪টি একদিনের ইনিংসে ৮২.৭৭ গড়ে ৪১৩৩ রান করেছেন এবং প্রায় ১৪৩ স্ট্রাইক রেট নিয়ে ২১টি টি-২০ ইনিংসে ৬০৬ রান করেছেন। একদিনের ম্যাচে কোহলির গড় ৫৯.৭৩।
পরিসংখ্যান বলছে, অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর গড়ের উন্নতি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি হলেন ষষ্ঠ অধিনায়ক যিনি ৯০০০ রান করলেন। কোহলি ও পন্টিং ছাড়া গ্রায়েম স্মিথ (২২০ ইনিংস), মহেন্দ্র সিংহ ধোনি (২৫৩ ইনিংস), অ্যালান বর্ডার (২৫৭ ইনিংস), স্টিফেন ফ্লেমিংয়ের (২৭২ ইনিংস) এই কৃতিত্ব রয়েছে। ১১৬ রানের এই ইনিংস খেলে ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। তাঁর সামনে থাকলেন শুধু সচিন টেন্ডুলকার (৪৯ সেঞ্চুরি)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি ছিল কোহলির সপ্তম ওয়ানডে সেঞ্চুরি।