শনিবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হচ্ছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ইনজুরির কারণে আগেই ভারত হারিয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডেকে। এবার ওয়ানডে সিরিজে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার প্রথম ওয়ানডের আগে শুক্রবার দলের নেটে অনুশীলন নামেন ধোনি। এ দিন নেটে দীর্ঘ ক্ষণ ব্যাটিং অনুশীলন করেন ভারতীয় ব্যাটসম্যানরা। শুক্রবার নেট প্র্যাকটিসের সময় থ্রো-ডাউন করার সময় একটি বল হঠাৎ করে লাফিয়ে ওঠে ধোনির ডান হাতের বাহুতে লাগে৷ এরপর দ্রুত তিনি নেট ছেড়ে বেরিয়ে যান।
এদিকে শনিবার সিরিজের প্রথম ম্যাচে ধোনি খেলবেন কিনা, তা নিয়ে এখনই কোনও মন্তব্য করেনি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ ম্যাচের আগের দিন সন্ধ্যায় টিম মিটিংয়ে ধোনিকে নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট৷ ধোনি খেলতে না-পারলে উইকেটের পিছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলাবেন ঋষভ পান্থ৷ বিশ্বকাপে ধোনির পর তাকেই দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভারতীয় দল ঘোষণার দল ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান হার্দিক পান্ডে। তার জায়গায় দলে জায়গা পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে শেষ সময়ে ধোনির ইনজুরি কোহলিদের কঠিন পরীক্ষায় ফেলে দিল।