আর মাত্র ৯৯ দিন পরই পর্দা উঠতে যাচ্ছে ১১তম বিশ্বকাপ ক্রিকেটের। অর্থাৎ, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর শুরু হচ্ছে ১০০ দিনের মাথায়। জুলাই মাসের ১৪ তারিখে ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে যাওয়া বিশ্বকাপ শুরু হবে ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। ১১টি ভেন্যুতে হবে ৪৮ টি ম্যাচের এই মহাযজ্ঞ আর চলবে দীর্ঘ ৪৪ দিন ধরে।
২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে মোট ১০টি দল। এবারের বিশ্বকাপে সরাসরি সুযোগ পেয়েছে ৮ টি দল। যারা ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাংকিংয়ে আটের ভেতর ছিল তারা আর বাকি দুটি দল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সুযোগ পেয়েছে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে খেলে।
বাছাইপর্বের ছিল হাড্ডা হাড্ডি লড়াই কেননা ১০টি দেশ অংশগ্রহণ করলেও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে মাত্র এই দুটি দল। স্বাগতিক জিম্বাবুয়েও বাদ পড়ে গেছে বাছাই পর্ব থেকেই।
১৯৯২ সালের পর এই প্রথম ২০১৯ সালে আবারো রাউন্ড রবিন পদ্ধতিতে হবে বিশ্বকাপ। এই নিয়ম অনুযায়ী প্রতিটি দল একবার করে প্রত্যেক দলের মুখোমুখি হবে।
লিগ পর্ব শেষে দুটি সেমি-ফাইনাল এরপর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
যে দলগুলো অংশ নিচ্ছে ২০১৯ বিশ্বকাপে-
ইংল্যান্ড
বাংলাদেশ
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
পাকিস্তান
ভারত
আফগানিস্তান
ওয়েস্ট ইন্ডিজ
মূল পর্ব শুরুর আগে ২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত দশ দলকে নিয়ে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে প্রস্তুতি পর্বে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে।