৩০ মে ইংল্যান্ডে বসছে বিশ্বকাপের নতুন আসর। এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার ফেবারিটদের তালিকায় রয়েছে ১৯৮৩ আর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল ভারত। আসন্ন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ উপলক্ষ্যে শুক্রবার হায়দরাবাদে ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ পেল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন জার্সি গাড়ে চাপিয়ে মাঠে নামছে ভারত। এই জার্সিটিই তারা ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাবহার করবে। শুক্রবার নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও টেস্ট দলের সহ অধিনায়ক আজিঙ্কা রাহান, তরুণ তারকা পৃথ্বী শ এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই তারকা জেমাইমা রদ্রিগেস ও হরমনপ্রীত কৌর।
ভারতীয় জার্সি ধোনিকে কী মনে করিয়ে দেয়, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘‘ভারতীয় জার্সির উত্তরাধিকার বহন করা আমার কাছে গর্বের বিষয়। শুধু বিশ্বকাপ নয়, এর বাইরেও প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, এক নম্বর দল হওয়া। এগুলো সবই আমার কাছে প্রেরণা। ভারতীয় ক্রিকেট দলের হয়ে নেমে সাফল্যের এই দীর্ঘ পথে হাঁটতে পারাও আমার কাছে একটা বিশাল বড় অনুপ্রেরণা।’’
ধোনির পাশাপাশি বক্তব্য রাখেন ভারত অধিনায়ক বিরাট কোহালিও। তিনি বলেন, ‘‘এই জার্সি বেশ কিছু গর্ব ও গুরুত্বের মুহূর্ত বহন করে। যা দলের প্রত্যেককে বুঝতে হবে। সেটার সঙ্গে তাল রেখেই বুঝিয়ে দেওয়া চাই জার্সির মান রক্ষা করতে কতটা উদ্যোগী আমরা।’’ কোহালি আরও বলেন, ‘‘জয়ের জন্য প্রতি মিনিটেই নিজেকে নিংড়ে দিতে হবে। সেটাই একমাত্র লক্ষ্য। সেই কারণেই আমাদের এই জার্সি দেওয়া হয়।’’