ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও দুরন্ত কামব্যাকে ভারতের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ফিরোজ শা কোটলায় অজিদের কাছে কোহলিকে হারতে হয়েছে ৩৫ রানে। সিরিজ হেরে কোহলির উপলব্ধি, ‘যে কোনও দলই বিশ্বকাপে ভয়ংকর। ফর্মে থাকলে ক্রিকেটের মেগা আসরে কোনও দলকে আটকানো ভীষণই কঠিন।’
বিশ্বকাপের আগে চূড়ান্ত মহড়া সিরিজে অজিদের কাছে হার যেন ওলট-পালট করে দিল সব হিসেব। আর সিরিজ হেরে দলনায়ক বিরাট কোহলি মনে করছেন, ‘বিশ্বকাপে ফেভারিট নয় কেউই।’
এ প্রসঙ্গে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ দলের সাম্প্রতিক উত্থানের দিকে দৃষ্টি আকর্ষণ করে কোহলি জানান, হোল্ডাররা বিশ্বকাপে যে কোনও দলের রাতের ঘুম কাড়তে প্রস্তুত। পাশাপাশি বিশ্বের পয়লা নম্বর ব্যাটসম্যানের মতে, ইংল্যান্ড ভীষণ শক্তিশালী দল। অস্ট্রেলিয়াও বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নিয়েছে। নিউজিল্যান্ডও দারুণ দল আর পাকিস্তান প্রসঙ্গে কোহলির মত, নিজেদের দিনে ওরা যে কোনও দলকে হারাতে পারে। অর্থাৎ কোহলির মতে ফেভারিট নয় কেউই।
এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজ জয় বিশ্বকাপের আগে যে টনিকের কাজ করবে অজি শিবিরে। তার উপর স্মিথ-ওয়ার্নারের অন্তর্ভুক্তি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেতাব ধরে রাখার প্রশ্নে যে আরও শক্তিশালী করে তুলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।