পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের উপর জঙ্গিহামলার ঘটনার পাকিস্তানকে বিশ্বকাপে নিষিদ্ধের জন্য আইসিসিরি কাছে আর্জি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে ভারতীয় বোর্ডের সে অনুরোধ বা দাবী সরাসরি নাকচ করে দিল আইসিসি প্রেডিডেন্ট শশাঙ্ক মনোহর।
সপ্তাহ খানেক আগে নাম না করে পাকিস্তানের সাথে সব ধরণের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন কার দাবী জানিয়েছিল ভারত। তারা যুক্তি দিয়েছিল সন্ত্রাসে মদতকারি দেশের সাথে ক্রিকেটীয় সম্পর্ক না রাখার। একই সাথে আগামী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও বয়কট করার আহ্বান জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে।
আইসিসির মিটিংয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে সচিব অমিতাভ চৌধুরী ছিলেন। তিনি চিঠির প্রসঙ্গ তোলেননি মিটিংয়ে; কিন্তু শশাঙ্ক মনোহর নিজেই সেই প্রসঙ্গ তোলেন এবং বোর্ডকে ভারতের চিঠি সম্পর্কে অবহিত করেন। এর সঙ্গে এও জীনিয়ে দেন, ‘আইসিসির আসল লক্ষ্য ক্রিকেট।’
আইসিসির মিটিংয়ে জানানো হয়, বিশ্বমঞ্চে কোনও দেশকে বয়কট করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অন্য দেশের সরকারের উপর নিয়ন্ত্রাধীন৷ তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে৷ সম্পূর্ণ কূটনৈতিক কোনও কারণের ভিত্তিতে অ্যাসোসিয়েট কোনও দেশকে ক্রিকেট থেকে বয়কট করার ক্ষমতা তাঁদের হাতে নেই বলেই জানিয়েছে আইসিসি৷