শনিবার ২ ফেব্রুয়ারি বছরের প্রথম বিসিবির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ২০১৯ সালের ক্রিকেটারদের চুক্তি পুর্নমূল্যায়ন করা হয়েছে। গত বছর এই তালিকায় ১০ জন থাকলেও নতুন বছরে সেটি বাড়িয়ে ১৭জনে উন্নীত করা হয়েছে।
ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মূল তালিকায় ১০ জন থেকে বাড়িতে ১২ জন করা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ইমরুল কায়েস। প্রথমবারের মতো এ চুক্তিতে ঢুকেছেন লিটন কুমার দাস। তালিকা থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চুক্তিতে সুযোগ পেয়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, নাইম হাসান ও খালেদ আহমেদ। এছাড়া রুকি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দীন।
বিসিবির চুক্তিতে ‘এ’-প্লাস ক্যাটাগরিতে আছেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
‘এ’ ক্যাটাগরিতে আছেন- ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
‘বি’ ক্যাটাগরিতে আছেন- মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
রুকি ক্যাটাগরিতে রয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।