সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের গর্ব বাঁহাতি কাটার স্পিনার মুস্তাফিজ বিয়ের পিঁড়িতে বসলেন। আজ ২২ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে নিজ জেলা সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মো. রওনাকুল ইসলাম বাবুর বাড়িতে স্বল্প পরিসরে মুস্তাফিজের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এদিকে মুস্তাফিজ যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি তার মামাতো বোন সামিয়া ইয়াসমিন শিমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে পড়ছেন মুস্তাফিজের নববধূ।
আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা-মা-ভাই-বোনদের নিয়ে সোনালি রঙের শেরওয়ানি পরে বর বেশে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন মুস্তাফিজ। দুই-তিনটি মোটরসাইকেলে ছিলেন তার আরো কয়েকজন স্বজন। সবমিলিয়ে ১৪-১৫ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান মোস্তাফিজ।
এ সময় মুস্তাফিজের বরযাত্রা এই তারকা ক্রিকেটারের বিয়েকে ঘিরে সংবাদকর্মীদের সরব উপস্থিতি থাকলেও গোপনীয়তা রক্ষা করেই বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন মুস্তাফিজ। কনের বাড়ি পৌঁছানোর পর সংবাদকর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।