নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে প্রথম ওয়ােডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এই ম্যাচের ব্যাটসম্যানের সঙ্গে মাশরাফি ও মুস্তাফিজদের বোলিং ছিল নির্বিষ। এছাড়া ম্যাচের শেষে মাশরাফি জানিয়েছিলেন নিউজিল্যান্ডের কন্ডিশনটা বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে দ্বিতীয় ওয়ানডের আগে ভিন্ন চ্যালেঞ্জের কথা জানালেন মোহাম্মদ মিঠুন।
প্রথম ওয়ানডেতে ৯০ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন মিঠুন। চার ব্যাটসম্যানই পার করতে পেরেছিলেন কুড়ি রানের কোটা। অন্যদের কেউই দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার পেছনে ১৪০-১৫০ গতির বল খেলতে অনভ্যস্ততার কথা জানিয়েছেন মিঠুন।
তিনি বলেন, ওদের প্রায় সব বোলারই ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিকভাবে বোলিং করে। এমন গতিতে খেলে আমরা তো অভ্যস্ত না। আমাদের দেশের কন্ডিশনে ১৩০ কিলোমিটারের গতির বল খেলে অভ্যস্ত। ১৩০ থেকে হঠাৎ ১৫০ কিলোমিটার গতির বল খেলতে গেলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আমি রান পেয়েছি তার মানে আমি সহজে খেলতে পেরেছি তা নয়। যদি বলি আমার কষ্ট হয়নি তাহলে সেটা হবে মিথ্যা। এখানে রান পেতে হলে কষ্ট করাই লাগবে ’।
তবে এই পরিস্থিতি থেকে ব্যাটসম্যানদের বেরিয়ে আশার প্রত্যাশা করেন মিঠুন। তিনি বলেন, ‘যেখানে যে কন্ডিশনেই খেলি সেটা মানিয়ে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। নইলে খারাপ করতে হবে। যেখানেই খেলি সেখানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলা।’
আগামী ১৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।