বিপিএলে আজ তৃতীয় ধাপে ঢাকা পর্বের খেলা শেষ হচ্ছে। শেষদিনে আজ দিনের প্রথম খেলায় মাঠে নামছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। এই ম্যাচে চিটাগং ভাইকিংস টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আজকের ম্যাচ চিটাগং একাদশে শানাকার জায়গায় সুযোগ পেয়েছেন নজিবুল্লাহ জাদরান। অন্যদিকে রাজশাহীর একাদশে শাহরিয়ার নাফিজের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার।
বর্তমানে চিটাগং পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ ম্যাচে তাদের জয় ৫টিতে। অন্যদিকে আজ তাদের প্রতিপক্ষ রাজশাহী ৭ ম্যাচে ৪টি জয় নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। দুটি দলই শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে। তাই দুটি দলই রয়েছে ভালো ছন্দে। আজ রাজশাহী কিংসের হয়ে ওপেনিং দেখা যেতে পারে প্রথম বারের মতো দলে যোগ দেওয়া জনসন চার্লসকে। চিটাগং ও রাজশাহীর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১-৩০ মিনিটে।