7.3 C
New York
Friday, April 26, 2024

Buy now

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তামিম-সৌম্য-মাহমুদুল্লাহর বড় লাফ

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি নতুন করে ব্যাটসম্যানদের র‍্যাংকিং প্রকাশ করেছে। সেই র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাকিব আল হাসানকে পেছনে ফেলে উপরে উঠে এসেছেন তামিম ইকবাল। নতুন র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি হয়েছে তামিমের।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১২৬ ও ৭৪ রানের ইনিংস খেলেন। এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন। ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ছুঁয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে।

তামিম ইকবালের উত্থানে পেছনে পড়ে গেলেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ৬১০ রেটিং নিয়ে ২৮তম স্থানে রয়েছেন সাকিব। তামিমের রেটিং ৬২৬।

এছাড়া র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। সিরিজের দ্বিতীয় টেস্টে ১ ও ১৪৯ রান করেন সৌম্য। ফলে ২৫ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং ৪৪৯।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২ ও ১৪৬ রান করেন মাহমুুদুল্লাহ। দ্বিতীয় টেস্টে যথাক্রমে ২২ ও ১৪৬ রান করেন তিনি। তাই বর্তমানে ৫৬২ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles