৮ মার্চ শুক্রবার ভোর ৪ টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এটি যেমন একদিকে বাংলাদেশের হারানো আত্ববিশ্বাস ফিরে পাওয়ার লড়াই তেমন সিরিজ বাঁচানোরও।
গেল সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ইনজুরি থেকে সুস্থ হওয়ার পথে রয়েছেন মুশফিকুর রহিম। অনুশীলনও শুরু করেছেন। নিজেও খুব ভালো অনুভব করেছেন। তার এমন বক্তব্যে অনেক ভক্ত সমর্থকরাই আশায় বুক বেঁধেছিলেন দ্বিতীয় টেস্টে হয়তো আবার একাদশে ফিরছেন মুশফিকুর রহিম। তবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে মুশফিকের অনুশীলনে ফের ব্যাথা অনুভব করায় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে মুশফিকের প্রত্যাবর্তন।
এদিন টাইগার কোচ স্টিভ রোডস মুশফিকের ইনজুরি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ইনজুরিতে পড়ার পর আজকেই প্রথমবারের মতো ব্যাট হাতে নিল মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে চেষ্টা করেছি। কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গেল, সে লিগামেন্টের আশপাশে তিক্ত ব্যথা অনুভব করেছে। সত্যি বললে দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত সে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা দেখা দেবে না।’