14.6 C
New York
Wednesday, September 27, 2023

Buy now

ব্রাজিল কোচ পাল্টা জবাব দিলেন ট্রাম্পের

trump, tite, brazil, brazil football
সংবাদ সম্মেলনে ট্রাম্পের উদ্দেশ্যে ব্রাজিলিয়ান কোচ তিতে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎকারে ব্রাজিল ফুটবল নিয়ে ঠাট্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ব্রাজিলের প্রীতি ম্যাচের আগেই সেই ঠাট্টারই জবাব দিলেন দলটির কোচ তিতে
ডোনাল্ড ট্রাম্পের দেশে পা রেখে ডোনাল্ড ট্রাম্পেরই ঠাট্টার সমুচিত জবাব দিলেন।

হোয়াইট হাউসে সেই সাক্ষাতে ইনফান্তিনোর সঙ্গে ফুটবল নিয়ে সরস আলোচনা করেছিলেন ট্রাম্প। এর পাশাপাশি খোঁচাও মেরেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলকে। ব্রাজিলেরই এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, ‘ফুটবলের দেশ…তোমরা তো এখন বেশ সমস্যায়।’

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় নিয়ে এই ঠাট্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু নেইমারদের কোচ তিতের তা মোটেও ভালো লাগেনি। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে কাল বাংলাদেশ সময় সাড়ে ৬টায় প্রীতি ম্যাচে এল সালভেদরের মুখোমুখি ব্রাজিল। এই ম্যাচের সংবাদ সম্মেলনে ট্রাম্পের সেই উক্তির প্রসঙ্গ উঠতেই হাতের পাঁচ আঙুল তুলে তিতের পাল্টা জবাব, ‘ট্রাম্পকে বলছি আমরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ঐতিহাসিকভাবে সে হয়তো আরও ভালো জানে।’

ইনফান্তিনোর সঙ্গে সেই সাক্ষাৎকারে ফুটবল নিয়ে শিক্ষানবিশের মতো কিছু মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘ফুটবল বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান খেলাগুলোর একটি।’ ট্রাম্পকে এ সময় কিছু সৌজন্য উপহারও দিয়েছিলেন ইনফান্তিনো। ফিফার একটি স্মারক জার্সি, রেফারিদের গাইড বই ছাড়াও আরেকটি উপহার ছিল বেশ চমকপ্রদ। এক তাড়া লাল ও হলুদ কার্ড। তা হস্তান্তরের সময় ইনফান্তিনো যেন ট্রাম্পের ফুটবল-ক্লাস নেন! ‘আপনি জেনে থাকবেন “সকার”-এ রেফারি থাকে। তাঁদের কাছে কার্ড থাকে—লাল ও হলুদ। হলুদ কার্ড সতর্কতামূলক, কিন্তু আপনি যখন কাউকে বের করে দিতে চাইবেন (ইনফান্তিনো এ সময় ট্রাম্পকে লাল কার্ড দেখান)…এটা কাজে লাগবে।’

ফিফা সভাপতির এই উপহার ট্রাম্প যে পছন্দ করেছেন তা বোঝা গিয়েছিল পরবর্তী প্রতিক্রিয়ায়। ইনফান্তিনোর হাত থেকে লাল কার্ড নিয়ে তা দেখিয়ে দিলেন গণমাধ্যমকর্মীদের! এরপর ট্রাম্পের স্বগতোক্তি, ‘এটা খুব ভালো। বেশ পছন্দ হয়েছে। বেশ পছন্দ।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles