বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলের দ্বিতীয় লেগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে নেইমাররের দল প্যারিস সেন্ট জার্মেইন। অ্যাওয়ে ম্যাচে ০-২ তে ইউনাইটেডকে হারিয়ে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়াটার ফাইনালে এক পা দিয়েই রেখেই তারা। তবে আজকের ম্যাচেও নেইমারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। তাই লড়াইটা ঘরের মাঠে হলেও কিঠুটা কঠিনই হবে।
এদিকে বর্তমানে দেশে ফিরে পরিবার এবং বন্ধুদের নিয়ে রিয়ো কার্নিভালে মেতে রয়েছেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ইনস্টাগ্রামেও সেই ছবি পোস্ট করেছেন ব্রাজিলীয় তারকা। তিনি লিখেছেন, ‘‘রঙিন উৎসবে সকলে মেতে উঠেছেন। আমিও নিজেকে সংযত রাখতে পারলাম না।’’ নেইমারের সঙ্গে এই উৎসবে অংশ নেন তাঁর মা এবং ব্রাজিলের জনপ্রিয় পপ গায়িকা অ্যানিটা।
প্যারিস সেন্ট জামেইন তারকা উৎসবে মেতে থাকলেও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নেমারের নাটুকেপনা এবং মাঠের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে বিতর্ক চলছেই। ব্রাজিলের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছরের ব্রাজিলীয় তারকা বলেছেন, ‘‘রাশিয়া বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ পরে আমিও খুব খুঁটিয়ে দেখেছি। সেটা দেখে কখনও কি কারও এটা মনে হতে পারে যে, আমি ইচ্ছা করে পড়ে গিয়েছি বা ডাইভ দিয়েছি? যদি তাই ভেবে থাকেন, তা হলে আমার কিছু বলার নেই।’’
সেখানেই থামেননি নেইমার। তিনি আরও বলেছেন, ‘‘আমার আঘাতের মুহূর্তগুলোকে অতিরঞ্জিত করা হয়েছে। ব্রাজিল হারলেই দায়ভার আমার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। আমি একা কেন দায়ী হব, সেটা বুঝতে পারি না।’’ তিনি আরো যোগ করেছেন ‘‘দেশের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। তাই করে যাব।’’