আন্তর্জাতিক ফুটবলে ডাক পেয়েও ব্রাজিল ফুটবল দলের সদস্য হতে পারছেন না ভিনিসিউস জুনিয়র। ইনজুরির কারণে দেশের জার্সিতে তার অভিষেকটা লম্বা সময়ের জন্য পিছিয়ে গেলো।
গেল সপ্তাহেই আসন্ন পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলের ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আয়াক্সের বিপক্ষে ডান পায়ের লিগামেন্টে পাওয়া চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকবে হবে এই মাদ্রিদিয়ানের। তাই ব্রাজিলের ১৮ বছর বয়সি এ তারকার অভিষেকটা পিছিয়েই গেলো।
বুধবার বিবৃতিতে রিয়াল জানিয়েছে দুই মাসের আগে মাঠে ফেরা হবে না ভিনিসিয়াসের, ‘রিয়াল মাদ্রিদের চিকিৎসকরা ভিনিসিয়াসকে পরীক্ষা করেছেন। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তার ডান পায়ের টিবিওফেবুল্যার জয়েন্টের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তরুন এই ফুটবলার সেলারির অধীনে এখনই দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। সব প্রতিযোগীতা মিলে রিয়ালের জার্সি গায়ে ২৮ ম্যাচে খেলার অভিজ্ঞতাও হয়েছে তার।