15.3 C
New York
Tuesday, September 26, 2023

Buy now

ব্রেইন টিউমারে আক্রান্ত রুবেলের আবেগময় স্ট্যাটাস

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল ব্রেইন টিউমারে আক্রান্ত। তার এই অসুস্থতার খবর শুনে শুভাকাঙ্খীরা তার পাশে এসে দাঁড়িয়েছে।

এদিকে তার এই রোগের চিকিৎসার জন্য তিনি আগামীকাল ১৪ মার্চ বৃহস্পতিবার সিঙ্গাপুর যাবেন। এজন্য তিনি সবার কাছে দুআ চেয়েছেন। গতকাল মঙ্গলবার সোশাল মিডিয়া ফেসবুকে আবেগাপ্লুত স্ট্যাটাস দিয়েছেন তিনি।

তার সেই পোস্টটি এখানে তুলে ধরা হলোঃ- ‘সকল প্রিয়, অস্ত্রোপচার করাতে আগামী পরশু আমি সিঙ্গাপুর যাচ্ছি, ইনশাআল্লাহ। সব ফোন কল ধরাটা কঠিন। এ কারণে আমি দুঃখিত। শুধু একটা কথা বলতে চাই- আমি যে সবার কাছ থেকে দোয়া আর ভালোবাসা পেয়েছি, সে কারণে আমি আপ্লুত। চিরঋণী হয়ে গেলাম। কীভাবে এই ঋণ শোধ করব জানি না।’

‘শুধু ছোট্ট ধন্যবাদ দিতে চাই সাকিব, তামিম, ম্যাশ, রিয়াদ, বিজয়, রিংকু, তারেক ভাই, এনাম, রাজ্জাক, মার্শাল, সোহান, শুভ, হুমায়ুন, শাহিন, দিহান, শাহ আলম ভাই, আকরাম ভাই, সুমন ভাই, দুর্জয় ভাই, নান্নু ভাই, সুজন ভাই, শোভন ভাই, মঞ্জু ভাই, হাসান ভাই, দেবু দা, এনাম ভাই, নাফিজা আপু, সালাউদ্দিন স্যার, ইমরান স্যার, ফাহিম স্যার, বাবু ভাই, হৃদয়, আমার পরিবার, আমার স্ত্রীর পরিবার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, গাজী গ্রুপ, ওয়ালটন, ব্যাংক এশিয়া, জাহিদ চৌধুরী, মিনহাজ, শাহিন ভাই, শাকিল, বিকেএসপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং অবশ্যই আমার ছেলে ম্যাক্সওয়েলকে।’

‘হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ নাম মিস হয়ে গেছে। সারাদিন লিখলেও হয়তো শেষ করা যাবে না। সবার দোয়ায় ইনশা আল্লাহ আবার সবার মাঝে ফিরে আসব। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমার ভালোবাসা জানাই।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles