14.6 C
New York
Wednesday, September 27, 2023

Buy now

ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে ব্র্যাডম্যানকে ছুঁলেন হোল্ডার

প্রথম ইনিংসে ক্যারিবীয়দের করা ২৮৯ রানের জবাবে মাত্র ৭৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪১৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এই ইনিংসে ৮ নম্বরে ব্যাট করেত নেমে ডাবল সেঞ্চুরি করেছেন হোল্ডার। আর এতেই তিনি ছূয়ে ফেলেছেন কিংবদন্তি ডন ব্যাডম্যানের রেকর্ড।

তৃতীয় দিনে ৬ উইকেটে ৪১৫ রান করে ইনিংস ঘোষণা করেন হোল্ডার। তবে এর আগে ১২০ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছিল তারা। এ সময় সপ্তম উইকেটে হোল্ডার ও ডোরিচের ২৯৫* রানের মহাকাব্যিক ইনিংস খেলে ডিক্লেয়ার ঘোষণা দেয় ওয়েস্ট ইন্ডিজ। যেখানে হোল্ডার ক্যারিয়ারের প্রথম দ্বিশতক ২০২* রান করেন। আর অন্য ব্যাটসম্যান ডোরিচ ১১৬* রান করেন।

এতে ইংল্যান্ডের সামনে দ্বিতীয় ইনিংসে লক্ষ্য দাঁড়ায় ৬২৮ রানের। ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড়া তাড়া করতে নেমে বিনা উইকেটে ৫৬ রান সংগ্রহ করে দিন শেষ করেছে ইংল্যান্ড।

তবে সপ্তম উইকেটে ব্যাট করতে নেমে হোল্ডারের ডাবল সেঞ্চুরি ইনিংসটি তাকে কিংবদন্তি ডন ব্যাডম্যানের পাশে এনে দাঁড় করিয়েছে। এর আগে দ্বিতীয় ইনিংসে ৬ বা সাতে ব্যাট করতে নেমে ডাবল সেঞ্চুরি করেছেন শুধু ব্র্যাডম্যানই। ১৯৩৭ সালে ইংলিশদের বিপক্ষেই সাত নম্বরে ব্যাট করতে নেমে ২৭০ রান করেছিলেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি। আর আটে নেমে ডাবল সেঞ্চুরির কীর্তি আগে ছিল কেবল দুই পাকিস্তানি ইমতিয়াজ আহমেদ ও ওয়াসিম আকরামের।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles