প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে কিউই দুই ওপেনার জিত রাভাল ও টম ল্যাথামের সেঞ্চুরিতে দুই শতাধিক রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন ৪৫১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২১৭ রানে এগিয়ে আছে তারা।
৮৬ রানে কোনও উইকেট না হারানো নিউজিল্যান্ড দ্বিতীয় দিনে রাভাল ও ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতে রেকর্ড ২৫৪ রান করেন। যা বাংলাদেশের বিপক্ষে টেস্টের উদ্বোধনী জুটিতে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ। এরপর উদ্ধোধনী জুটিতে প্রথম আঘাত আনেন অধিনায়ক মাহমুদুল্লাহ। ১৩২ রানে তিনি রাভালকে বিদায় করেন।
দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সঙ্গে নতুন জুটি গড়ে তোলেন ল্যাথাম। ৮১ রানের জুটির পর ল্যাথামকে বিদায় করেন সৌম্য। এর ক্রিজে তৃতীয়ে উইকেটে ব্যাট করতে আসা টেইলর ১৯ বল থেকে ৪ রান করে সৌম্যর দ্বিতীয় শিকারে পরিণত হন।
দ্রুত দুই উইকেট হারালে নিউজিল্যান্ডের হাল ধরতে আসেন হেনরি নিকোলস। তিনি ও উইলিয়াম গড়েন শতরাটের জুটি। যা প্রথম ইনিংসে তাদের লিডটাকে আরো বড় করে। তবে আজ দিনের শেষ ওভারে মিরাজের করা প্রথম বলে এই জুটির হয়।
দলীয় ৪৪৯ রানে মিরাজের বল অফ স্টাম্পের বল ছেড়ে দিয়ে ৮১ বল থেকে ৫৩ রান করা নিকোলস বোল্ড আউট হন। যা বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্থি দিয়েছে।
এদিকে শনিবরা টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরির প্রতীক্ষায় রয়েছেন অধিনায়ক উইলিয়ামশন। তিনি ৯৩ এবং ওয়াগনার ১ রান নিয়ে অপরাজিত হয়েছেন।
আজ বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ১৯ ওভারে ৫৭ রান খরচ করে ২টি উইকেট নেন। এছাড়া মাহমুদুল্লাহ ১টি ও মিরাজ নেন ১টি উইকেট।