6.3 C
New York
Tuesday, March 28, 2023

Buy now

ভক্তের সঙ্গে ধোনির লুকোচুরি

নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৫০০ জয়ের মাইলস্টোনে পৌঁছে গেছে ভারতীয় দল। এই ম্যাচে ব্যাট হাতে শূন্য হাতে ফেরেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে সমর্থকদের বিনোদন দিতে না পারলেও ম্যাচ শেষে অন্য রকমের এক বিনোদন দিলেন তিনি।

ম্যাচ ৮ রানের রোমাঞ্চকর জয়ের পর ভারতীয় দল যখন পুরো মাঠে ঘুরছে তখন নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে মাঠে ঢুকে পড়েন এক ধোনিভক্ত। তার জার্সিতে লেখা ‘থালা’। বাংলার ‘দাদা’র মতোই চেন্নাই ইন্ডিয়ানসের অধিনায়ককে ‘থালা’ বলে ডাকেন তামিলভক্তরা। আর দূর থেকে ভক্তকে দেখতে পেয়েই ‘দুষ্টুমি’ করলেন ধোনি।

ধোনি প্রথমে বুঝতে পারেননি। বুঝতে পেরেই সামনে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মার পিছনে গিয়ে প্রথমে লুকিয়ে পড়লেন। তার পরে দিলেন ছুট। পিছনে সেই দর্শকও। কিন্তু ধোনির ক্ষিপ্রতার কাছে হার মানতে হল সেই ভক্তকে। কয়েক পাক দৌড়ে অবশ্য ধোনি দাঁড়িয়ে পড়লেন। এবং সেই ভক্ত সুযোগ পেলেন তাঁর নায়ককে ছোঁয়ার। পা ছুঁলেন ধোনির। তিনিও সেই ভক্তকে বুকে টেনে নিলেন। এর পরে অবশ্য তৎপরতার সঙ্গে নিরাপত্তারক্ষীরা সেই দর্শককে ম্যাথ থেকে বের করে নিয়ে যান।

ধোনি যখন তাঁর ভক্তের সঙ্গে এমন মজা করছেন, তখন গোটা পর্ব উপভোগ করেন বাকি ক্রিকেটাররা। আর এই ঘটনা আরও একবার প্রমাণ করল ধোনি এখনও ‘ভক্তের ভগবান’।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles