খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে বিপিএল ষষ্ঠ আসরে সিলেট পর্বের খেলা শুরু হচ্ছে। এই ম্যাচে খুলনা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। খেলাটি শুরু হবে দুপুর ১-৩০ মিনিট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
চলতি আসরে চারটি ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের দেখা পায়নি খুলনা। ঢাকার পর আজ সিলেটে তারা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে। তবে খুলনার একাদশে আজ যোগ দিচ্ছেন লাসিথ মালিঙ্গা। যা দলটির শক্তি বাড়াবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলাম তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে থাকা মালিঙ্গাকে দেড় লাখ ডলারে কিনেছিল টাইটানসরা।
অন্যদিকে রাজশাহী চলতি আসরে চার ম্যাচ থেকে দুটি জয় তুলে নিয়েছে। শেষ ম্যাচে তারা মাশরাফির রংপুর রাইডার্সকে ৫ রানে হারিয়ে আত্ববিশ্বাসের তুঙ্গে রয়েছে। তারা এখন টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।
খুলনা টাইটান্স: মাহমুদুল্লাহ (অধি), আরিফুল, নাজমুল, তাইজুল, শরিফুল, জুনাইদ, উইসি, ব্রাথওয়েট, জুনায়েদ খান, জহুরুল ইসলাম, মালান।
রাজশাহী কিং: মেহদি হাসান মিরাজ (অধি), মমিনুল, মুস্তাফিজুর, জাকির হাসান, সৌম্য নরকার, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, জোনকার, উদানা, ইভান, টেন ডাসকাট।