বুধবার নিজেদের মাটিতে ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। চোটের কারণে ১০ মাস মাঠের বাইরে থাকা বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারও ফিরছেন ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে।
এছাড়া সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৪ সদস্যের ঘোষিত দলে কামব্যাক করলেন ওপেনার টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এই দুই তারকাকে বিশ্রামে পাঠিয়েছিল ক্রিকেট নিউজিল্যান্ড।
আইসিসি র্যাংকিংয়ে এই মুহূর্তে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। তাই নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই দলের এক তুল্যমূল্য লড়াইয়ের অপেক্ষায় প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।
একনজরে ঘোষিত নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপতিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং রস টেলর।