অস্ট্রেলিয়ায় ভারতের সফলতার ধারারাহিকতা নিউজিল্যান্ডেও দেখা গেল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোহম্মদ শামি-কুলদীপ যাদবদের দাপটে মাত্র ১৫৭ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ৩৮ ওভারেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস। শামি ৩টি এবং যাদব ৪টি উইকেট দখল করেন।
বুধবার নেপিয়ারে ম্যাকলিন পার্কে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় ওভারেই ব্ল্যাক ক্যাপস শিবিরে প্রথম আঘাত হানেন মোহম্মদ শামি। তুলে নেন মার্টিন গাপ্টিলকে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা। এক এক করে আউট হন মুনরো, রস টেইলর, লাথাম, নিকলস, স্যান্টনার। অন্য প্রান্তে তখন একা লড়াই চালান অধিনায়ক উইলিয়ামসন। ৭টা চার সহ ৮১ বলে করেন ৬৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ টেইলর (২৪)।
কুলদীপ যাদবের চার উইকেট ছাড়াও যুযবেন্দ্র চাহাল নেন ২টি এবং কেদার যাদব নেন একটি উইকেট। ১৯ রানে ৩ উইকেট দখল করেন মোহম্মদ শামি।