দাপটের সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের পর বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে ভারত। এই সিরিজে ভারতের সামনে সুযোগ রয়েছে পাকিস্তানের টানা ১১ টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তান শেষ ১১টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ছিল। তবে শেষমেষ পাকিস্তানের অপরাজিত থাকার লাগাম টেনে ধরে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রবিবার জোহানেসবার্গে পাকিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। পর পর দুটো ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছে মিলাররা। ফলে পাকিস্তানের বিজয় ১১ সিরিজ জয়ের পর থামে।
এদিকে বর্তমানে টানা ১০টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত রয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলেই পাকিস্তানের রেকর্ডটি স্পর্শ করবে তারা।
এদিকে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় শিবিরে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। তার জায়গায় নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অন্যদিকে এই ফরম্যাটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী মার্টিন গাপ্টিলকে দলে পাচ্ছে না তারা। পিঠের ব্যথা না সারায় ৩ ম্যাচের সিরিজ থেকেই বাদ হয়ে গেছেন। তাঁর বদলে দলে যোগ দেবেন ওডিআই সিরিজে ভাল খেলা অলরাউন্ডার জেমস নিশাম।
আগামী ৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে টি২০ সিরিজ। এরপর ৮ তারিখ অকল্যান্ডে হবে দ্বিতীয় আর ১০ তারিখ হ্যামিল্টনে হবে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ।
টি২০ সিরিজের নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডাগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোমি, লোকি ফার্গুসন, স্কট কাগেলেইজ্ন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।