গেল বুধবার রাত পৌনে ১১টার দিকে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহত হয়েছে। আজ বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অন্যদিকে মৃত্যুর এই মিছিল সময়ের সাথে সাথে বাড়ছে। যা দেখে পুরো দেশই এখন হতভম্ব। দূর দেশে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সাবাইকেও এই ঘটনা ছুঁয়ে গেছে। বৃহস্পতিবার তামিম ইকবাল ও রুবলে হোসেন রাজধানীর চকবাজারে এই হৃদয় বিদারক ঘটনা নিয়ে নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতাহতদের জন্য সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
তামিম ইকবাল তার স্ট্যাটাসে লিখেন, চকবাজার অগ্নিকাণ্ডে ভূক্তভোগীদের জন্য প্রার্থনা। আল্লাহ তাদের ধৈর্য ধরার শক্তি দেন।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন রুবেল। তাতে তিনি লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন .. আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন.. হে আল্লাহ্ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।