পাকিস্তান ভিত্তিক ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লীগ ‘পিএসএল’ না খেলার ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার ৩৬০ ডিগ্রী তারকা এবি ডি ভিলিয়ার্স। লাহোর কালান্দার্সের হয়ে এবার পিএসএলে অংশ নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের একটি অংশ করাচিতে হচ্ছে। সে উপলক্ষেই ডি ভিলিয়ার্সের যাওয়ার কথা ছিল করাচিতে। কিন্তু আজ সোমবার জানা গেল, ডি ভিলিয়ার্সের করাচি দর্শন বা করাচির ডি ভিলিয়ার্স দর্শন কোনোটাই এবার হচ্ছে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কালান্দার্স জানিয়েছে, ‘কালান্দার্স দলের সঙ্গে শেষ দুই ম্যাচে যোগ দেওয়ার কথা ছিল এবির। কিন্তু পিঠের চোটে চিকিৎসকেরা বিশ্রাম নিতে বলেছেন তাঁকে।’
সংযুক্ত আরব আমিরাতে সাতটি ও লাহোরে দুটি ম্যাচ খেলার উদ্দেশে এবার কালান্দার্সের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। এর আগে ভিলিয়ার্স পাকিস্তানে গিয়ে খেলতেও রাজি হয়েছিলেন।
কিন্তু দুৰ্ভাগ্যজনক ভাবে পিঠে চোটের কারণে করাচি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। তাই তিনি পাকিস্তানের উদ্দেশ্যে একটি আবেগঘন বিবৃতিতে তার মনের কষ্টের কথা তুলে ধরেছেন।
এক বিবৃতিতে এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘পাকিস্তানের আবেগী ক্রিকেট ভক্তদের সামনে খেলতে না পেরে আমি খুবই হতাশ। আমার চিকিৎসক আমাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছেন, ফলে করাচির ম্যাচের আগে আমাকে দল থেকে ছিটকে পড়তে হয়েছে। আমি আশাকরি দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আগামী বছর পিএসলের হয়ে সেখানে খেলতে পারবো। আর এ বছর লাহোর কালান্দার্স শিরোপা জিতুক, আমি এই সাফল্য কামনা করি।’