আট মাসের মাথায় স্পেনে ফিরেই হারের মুখ দেখেছে রোনালদোর জুভেন্টাস। চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোর প্রথম লীগের অ্যাথলেটিকোর মাঠে ২-০ গোলে হেরেছে তারা। কোয়াটার ফাইনালে তাদের ওঠার রাস্তাটা বেশ কঠিন করে দিয়েছে অ্যাথলেটিকোর। তবে এদিন রোনালদোর এই হারের পর কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে মাদ্রিদ সমর্থকরা।
ম্যাচের সময় রোনলদোর পায়ে বল গেলেই ওয়ান্ডা মেট্রোপলিটানোর গ্যালারি কান ঝালাপালা করে বাঁশি বাজিয়েছে। বিদ্রুপের বাঁশি। এ হেন ‘অভ্যর্থনা’ সহ্য না হওয়ারই কথা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
সময়ের সঙ্গে চিৎকার যত বিকট হয়েছে, ততবারই হাতের পাঁচ আঙুল খুলে পর্তুগিজ তারকা বুঝিয়েছেন, তাঁর ওয়াড্রবে পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ আছে। যেন এ-ও বলতে চেয়েছেন, তোমাদের বিরুদ্ধে ২২ গোল করেছি।
ম্যাচের পরে টানেলে হাঁটার সময় গজগজ করতে করতে বলে গেলেন একই কথা, ‘‘পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। আতলেতিকো মাদ্রিদ একবারও নয়।’’ তখনই কেউ প্রশ্ন করেন, ‘আর কি কোয়ার্টার ফাইনালের আশা আছে?’রোনালদো তাৎক্ষণিক প্রতিক্রিয়া,‘‘তুরিনে দ্বিতীয় লীগে ওদের দেখে নেব।’’
কিন্তু ‘দেখে নেওয়া’ কতটা সহজ?
বুধবার চ্যাম্পিয়ন্স লীগে কোয়ার্টার ফাইনালে ০-২ হেরেছে জুভেন্টাস। ১৩ মার্চ ফিরতি লীগের তুরিনে চাকা ঘোরাতে ৩-০ জিততেই হবে রোনালদোদের। এই ম্যাচে জুভেন্টাস রোনালদোর দিকে তাকিয়ে থাকবে। কিন্তু চলতি আসরে চ্যাম্পিয়ন্স লীগে রোনলদোর সময়টা ভালো যাচ্ছে না। ছয় ম্যাচে জয়ের দেখা পেয়েছেন মাত্র একবার।
তবে অ্যাথলেটিকোর আবার গোল করলে ইটালি ফুটবলে ‘ওল্ড লেডি’র আশা কার্যত শেষ হয়ে যাবে। অথচ চ্যাম্পিয়ন্স লীগ জিততে আয়োজনে ত্রুটি রাখেননি জুভেন্টাস কর্তারা। ২৩ বছর পরে ইউরোপ সেরা হতে রিয়াল থেকে রোনালদোকে কিনতেই ৯২১ কোটি টাকা খরচ করা হয়েছিল। করবে না-ই বা কেন? পর্তুগিজ তারকার শুধু চ্যাম্পিয়ন্স লীগেই যে গোল ১২১!