দক্ষিন আফ্রিকার ক্রিকেটার রাইলি রুশো রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলছেন। রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গ দারুন উপভোগ করছেন রুশ। তাঁর মাঠে মাশরাফি শুধু অসাধারণ ক্রিকেরেরই নন তিনি দারুন রসিক মানুষও বটে।
বাংলাদেশে দ্বিতীয় বারের মতো বিপিএল খেলতে আসা রুশো প্রথম বারের মতো এবার খেলছেন মাশরাফি বিন মর্তুজার অধীনেই।
রংপুরের অধিনায়ক মাশরাফিকে অসাধারণ দাবি করে রুশো ১১ ই জানুয়ারীর ঢাকা ডাইনামাইটসের বিপক্ষের হাই ভোল্টেজ ম্যাচে নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতা করেন,
‘মাশরাফি অবিশ্বাস্য একজন খেলোয়াড়। সে মজার একজন মানুষ, ক্রিকেটার হিসেবে অসাধারণ একজন চরিত্র। আমি এই প্রথমবারের মতো তাঁর সাথে কাজ করছি। আমি তাঁর সাথে প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করছি।’
নিজের পারফর্মেন্স দিয়ে বিপিএলে এরই মধ্যে নিজেকে চিনিয়েছেন রুশো। জানিয়েছেন, ‘সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে, বোলিংও দারুন করছে। ফিল্ডিং এবং বোলিংয়ে ইতিমধ্যে পারফর্মেন্স দিয়ে এর উদাহারণ দিয়েছে। তাঁর সঙ্গে খেলতে পারাটা অসাধারণ, দলের কাছে সে অসাধারণ একজন চরিত্র।’