6.3 C
New York
Tuesday, March 28, 2023

Buy now

মাহমুদউল্লাহর চার টেস্টের তিনটিতে সেঞ্চুরি, দুটিতে জয়

টেস্ট ফরম্যাটে ফর্মের তুঙ্গে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার খেলা সবশেষ চারটি টেস্ট ম্যাচে তিনটিতেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যার মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল।

২০০৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেক হয়। এরপর ২০১০ সালে হ্যামিল্টনে অভিষেক সেঞ্চুরি দেখা পান তিনি। কিউইদের বিপক্ষে ১১৫ রান করেন রিয়াদ।

ররিবার সেই হ্যামিল্টনেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড। এদিন তিনি ২২৯ বলে করেছেন ১৪৬ রান করেন। যদিও তার সেঞ্চুরি দলকে জেতাতে পারেনি।

তবে হ্যামিলটনে এটি ছিল তার তৃতীয় সেঞ্চুরি। এরআগে ২০১৫ সালের বিশ্বকাপের মঞ্চে ১২৮ রানের ইনিংস খেলেছিলেন।

একই মাঠে তিনটি সেঞ্চুরি প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, হ্যামিল্টন শহরটা অনেক সুন্দর, মাঠটাও অনেক সুন্দর। আমি ভালোবাসি হ্যামিল্টনকে।

এদিকে নিউজিল্যান্ড সফরের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১২২ বলে অপারাজিত ১০১ রান করেন রিয়াদ। যা দলকে ২১২ রানের জয় পাইয়ে দিতে সহয়তা করেছিল।

এরপর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটিতে মিরপুরে খেলেন ২৪১ বলে ১৩৬ রানের ইনিংস। এই ম্যাচ ক্যারিবীয়দের বিপক্ষে ১৮৪ রানে জয় দিয়ে সমতিায় সিরিজ শেষ করেছিল টাইগাররা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles