ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। শনিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় এই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়। তবে স্থানীয় সময় শনিবার সকালে মাঠে নামার আগে মায়ের মৃত্যুর খবর পান ওয়েস্ট ইন্ডিজের ২২ বছরের অলরাউন্ডার তরুণ পেসার আলজারি জোসেফ।
জোসেফের মা গত এক বছর ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু জাতীয় দলের সঙ্গে থাকার সুবাদে মা-র পাশে বেশি সময় থাকতে পারেননি এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। শনিবার এই খবর পাওয়ার পর দুই দলের ক্রিকেটারেরাই কালো ব্যাজ পরে খেলতে নামেন। ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার রাউল লিউইস বলেছেন, ‘‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আলজ়ারি জোসেফের মা মারা গিয়েছেন। আমরা ওর পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’’
মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরেও শনিবার সতীর্থদের সঙ্গে মাঠে নেমে অনুশীলন করেন জোসেফ। শুধু তাই নয়, খেলবেন বলে জানিয়েও দেন টিম ম্যানেজমেন্টকে। ক্যারিবিয়ান ক্রিকেটার এবং তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হয় ইংল্যান্ড শিবির থেকেও। শনিবার তৃতীয় দিন ৩০৬ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এদিন জোসেফ ব্যাট হাতে ২০ বল মোকাবেলা করে ১টি চারের সাহায্যে ৭ রান করে আউট হন।
জবাবে দ্বিতীয় ইনিংসে ৪২.১ ওভারে ১৩২ রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। এদিন দলের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন বাটলার। বাকিদের মধ্যে কেউই ২০ এর কোটা পার করতে পারেননি। সাত ওভারের মধ্যে চারটি মেডেন দিয়ে দুই উইকেট নেন জোসেফ। এছাড়া হোল্ডার ও রোচ নেন ৪টি করে উইকেট।
প্রথম ইনিংসে থেকে ১১৯ রানের লিড পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ১৭ রান। যা ব্রাথওয়েট ও ক্যামবেলের ব্যাটে সহজেই উতরে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত হলো ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে প্রথম টেস্টে ৩৮১ রানের বড় ব্যবধানে হার মেনেছিল ইংল্যান্ড।