সেপ্টেম্বর মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা দল। তার আগেই সরফররাজ খানদের কোট নিয়োগ দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোচ হওয়ার তালিকায় বেশ জোড়ে সরে দেশটির সাবেক অধিনায়ক মিসবাউল হকের কথা শোনা গেলেও এই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পারিশ্রমিক।
পাকিস্তানের কোচ হওয়ার দৌঁড়ে মিসবাউল হকের সঙ্গে লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার ডিন জোন্স। এই দুজনের একজনের হাতেই শেষ অবদি উঠতে যাচ্ছে পাকিস্তান দলের হেড কোচের দায়িত্ব।
তবে এ দৌড় থেকে ছিটকে যেতে পারে দেশটির সাবেক অধিনায়কের নাম। যার কারণ শুধুমাত্রই পারিশ্রমিক। এমনটাই জানাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
তাদের একটি প্রতিবেদনে জানা গেছে, পিসিবির কাছে মিসবাহর দাবি, তাকেও দিতে হবে মিকি আর্থুরের সমান বেতন। কিন্তু বোর্ড বলছে দেশি কোচের জন্য অত বেশি খরচ করতে রাজি নয় তারা। মোটামুটি আর্থুরের অর্ধেক বেতন হয়তো দেয়া হতে পারে মিসবাহকে।
এটি মানতে পারছেন না মিসবাহ- এছাড়া জাতীয় দলের কোচ পাকিস্তান সুপার লিগেও থাকতে পারবেন না কোচিং পেশায়।
এ ক্ষেত্রে মিসবাহ যুক্তি যদি কম বেতনেই জাতীয় দলের কোচের পদে নিয়োগ দেওয়া হয় তাহলে ফ্র্যাঞ্চাইজি লিগের দায়িত্ব ছাড়তে পারবে না তিনি। এই দুইটি বিষয় তাকে পাকিস্তানের কোচ হওয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করছে।
এসবের মধ্যে ফেবারিটের তালিকায় থাকা ডিন জোন্স সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন খুব শ্রীয়ই আসছে বড় সুখবর। তার ইঙ্গিতটা কি পাকিস্তানের কোচ হওয়ার ছিলো কিনা সেটা তো সময়ই বলবে।