মুমিনুল হকের উচ্চতা ও শারীরিক গড়ন ছোট হওয়ায় সতীর্থরা তাকে ‘মিনি’ বলে ডাকেন। তার এই নামটা যার কাছ থেকে পেয়েছিলেন সেই চন্দিকা হাথরুসিংহেকেই যেন বুঝিয়ে দিলেন, মানুষ হিসেবে আমি ছোট হতে পারি কিন্তু কাজে হার মানাতে পারি অনেক বড়কেই। কারণ শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও করেছেন ১০৫ রান। তাঁর এই অনবদ্য পারফরম্যান্সের উপ ভর করেই শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ।
তাইতো সংবাদ সম্মেলনে মুমিনুল হককে প্রশংসায় ভাসালেন মাহমুদুল্লাহ, “একটাই কথা বলব যে, ও মানুষ ছোট, কিন্তু কাজ বড় করে। আরেকটা কথা, ওর হৃদয় অনেক বড় আর অনেক বড় মনের মানুষ। এজন্যই ও ধারাবাহিক ভাবে পারফর্ম করছে বাংলাদেশের জন্য। দোয়া করি ও বাংলাদেশের জন্য আরো বেশি ভাল খেলুক।”
চতুর্থ দিনের শেষ বিকেলে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় থাকা বাংলাদেশকে পঞ্চম দিনে টেনে তুলেছেন মুমিনুল আর লিটন দাস। লিটন দাস না পারলেও নিজের ষষ্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। তাঁর এই সেঞ্চুরির ফলে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন মুমিনুল হক।