15 C
New York
Tuesday, September 26, 2023

Buy now

মেসির কথা বলতে যেয়ে কেঁদেই ফেললেন নেইমার

সাবেক বার্সেলোনা সতীর্থ আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির কথা বলতে দিয়ে কেঁদে ফেললেন নেইমার। আগের মত আবারো বলেছেন বার্সা ছাড়লেও মেসির সাথে তার বন্ধুত্ব আগের মতোই অটুট। নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র বিশ্বাস করেন, মেসিই এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার।

অনেকদিন ধরেই পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুঞ্জন শোনা যাচ্ছে যে, পিএসজিতে সুখী নন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। এমনকি রিয়াল মাদ্রিদ নাকি নেইমারকে কেনার জন্য আগে থেকেই টাকা নিয়ে বা দিয়ে বসে আছে। পাশাপাশি এমন জল্পনাতেও মানুষের আগ্রহের কমতি নেই যে, নেইমার নাকি পুনরায় বার্সায় ফিরতে আগ্রহী। আবার নেইমারের বাবার মন্তব্যে জানা যায়, ‘কিছুই অসম্ভব নয়। ফুটবলে এমনটা হরহামেশাই ঘটে থাকে।’

এতো নাটক সিনেমার মধ্যে এক টিভি চ্যানেলে সম্প্রতি মেসি সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন নেইমার। তিনি বলেন, ‘বিশ্বাস করুন, সবাইকেই আমি গল্পটা বলি। সব চেয়ে খারাপ সময় দলের সেরা মানুষটাকে পাশে পেয়েছি। যে কিনা একজন বিশ্বসেরা। খারাপ সময়ে সেই এগিয়ে এসে আমাকে ভালোবেসেছে।’

নেইমার আরও বলেন, ‘মেসি আমাকে বলত, তুমি তোমার মতো আনন্দে থাকবে। মনে করবে আগের ক্লাব সন্তোষেই খেলো। সংকোচ বোধ যেন না থাকে। এই ক্লাবে আমাকে বা অন্য কাউকে ভয় পাবে না। আমরা তোমার পাশে সাহায্য করার জন্য সবসময় আছি।’

বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে নেইমারকে প্রশ্ন করা হলে জবাবে নেইমার ইঙ্গিত দেন, বার্সায় প্রত্যাবর্তন হয়তো কিছুটা কঠিন কিন্তু অসম্ভব নয়।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles