রবিবার লা লিগায় অসাধারণ হ্যাটট্রিকে লিওনেল মেসি একাই চূর্ণ করেছেন রিয়াল বেটিসকে। যা দেখে প্রতিপক্ষ সমর্থকরাও তাঁর নামে দিলেন জয়ধ্বনি। উঠে দাঁড়িয়ে জানালেন অভিবাদনও। লা লিগায় মেসির ৩৩ তম হ্যাটট্রিকের ম্যাচে বেটিসকে ৪-১ গোলের ব্যবধানে হারায় বার্সেলোনা।
এদিকে রবিবার রাতে রিয়াল বেটিসের বিরুদ্ধে করা হ্যাটট্রিকই নাকি এই মৌসুমের সেরা। এমনই দাবি করেছে স্পেনের সংবাদমাধ্যম। মেসির এই হ্যাটট্রিকে মোহিত স্বয়ং রিয়াল বেতিস ম্যানেজার কিকে সেতিয়ানও। তিনি বলছেন, ‘‘একার হাতেই যে কোনও প্রতিপক্ষকেই ধ্বংস করে দিতে পারে লিও। তার চেয়েও আশ্চর্য লাগে, সপ্তাহের পর সপ্তাহ একই ছন্দে কিভাবে খেলে যায় ও!’’
ফ্রি-কিক থেকে বুলেট শটে প্রথম গোল পান মেসি। দ্বিতীয় গোলেও রয়েছে শিল্পের ছোঁয়া। আর তৃতীয় গোলটি তো অবিশ্বাস্য। প্রায় ১৮ গজ দূর থেকে আলতো চিপে গোলরক্ষককে বোকা বানান মেসি। আর তাতেই মুগ্ধ বেটিস সমর্থকরা। মেসি, মেসি রবে মাতিয়েছে স্টেডিয়াম। যা দেখে মুগ্ধ মেসিও, তিনি বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ। এমনটা আমার ক্ষেত্রে কখনোই হয়নি। আমরা তাদের প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তারা সবসময় আমাদের দারুণ সমাদর করে।’
রবিবারের জয়ের ফলে চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেল বার্সেলোনা। ম্যাচের পরে মিক্সড জোনে মেসি সাংবাদিকদের বলে যান, ‘‘দারুণ একটা ম্যাচ জিতলাম। আথলেতিকো মাদ্রিদ হারায় সুবিধাজনক জায়গায় রয়েছে দল। লিগ জিততে গেলে এখন থেকে ভুল করা চলবে না।’’