নিয়ম রক্ষার ম্যাচে টসে জিতে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিপিএলের ১২ তম ম্যাচটি গ্রুপ ‘সি’ এর শেষ ম্যাচ।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় মোহামেডান। পাঁচ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে ঐতিহ্যবাহী এই দল। ইনিংসের প্রথম ওভারেই রূপগঞ্জের বোলার মোহাম্মদ শহীদ দুই উইকেট তুলে নেন।
ওপেনার আব্দুল মজিদ ৪ রানে শহীদের বলে বোল্ড হবার পরের বলেই শহীদের বলেই আউট হন ওয়ানডাউনে নামা মোহাম্মদ আশরাফুল। শূন্য রানে ফিরেছেন আশরাফুল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে থাকা মোহামেডান ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করতে পেরেছে। নাদিফ চৌধুরী ২৯ ও আলাউদ্দিন বাবু ২১ রান নিয়ে ক্রিজে আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
মিত্র ২২, মজিদ ৪, আশরাফুল ০, শুক্কুর ১, সোহাগ গাজী ২১, রাকিবুল ৮, নাদিফ চৌধুরী ২৯, আলাউদ্দিন বাবু ২১
শহীদ ২/৩০, মিনহাজুর ২/২০