বাংলাদেশের গাজি টিভি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে এবং টেস্ট সিরিজের সবগুলো খেলা। তবে ক্রিকেট প্রেমীদের খেলাগুলি দেখার সুযোগ থাকছে দেশের বাইরে থেকেও।
স্টার স্পোর্টসে বাংলাদেশ ছাড়াও ভারত এবং উপমহাদেশের বাকি দেশগুলোর ক্রিকেট প্রেমীরা খেলাগুলি দেখার সুযোগ পাবেন। স্কাই স্পোর্টস ক্রিকেট চ্যানেলটি যুক্তরাজ্যের অধিবাসীদের জন্য সরাসরি সম্প্রচার করবে। অপরদিকে উইলো টিভিতে যুক্তরাষ্ট্রের সমর্থকরা খেলা দেখার সুযোগ পাচ্ছেন।
ফক্স স্পোর্টস ও সুপার স্পোর্টস অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় সিরিজ দুটি সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকছে।
কানাডায় সরাসরি সম্প্রচার করবে এটিএন ক্রিকেটপ্লাস, মালয়শিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি এবং মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি চ্যানেল দেখাবে খেলাগুলো।
এছাড়াও খেলাগুলো দেখার সুযোগ থাকছে হটস্টার, উইলো টিভি অনলাইন, নাউ টিভি এবং সুপার স্পোর্ট লাইভে অনলাইনে।
খেলা সরাসরি সম্প্রচার করা চ্যানেলগুলোর তালিকাঃ
ভারত এবং উপমহাদেশ | স্টার স্পোর্টস |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস ক্রিকেট |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস |
দক্ষিণ আফ্রিকা | সুপার স্পোর্ট |
বাংলাদেশ | গাজি টিভি |
ক্যানাডা | এটিএন ক্রিকেটপ্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক) |
যুক্তরাষ্ট্র | উইলো টিভি |
মালয়শিয়া | অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি |
মধ্যপ্রাচ্য | ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি |