14.6 C
New York
Wednesday, September 27, 2023

Buy now

রক্তাক্ত মিচেল জনসন!

Mitchell Johnson, Australia, cricket, bdsportsnews, bd sports news

একসময় বিপক্ষের বাঘা বাঘা ব্যাটসম্যানকে ফাস্টবোলিংয়ের দুঃস্বপ্নে ভাসানো মিচেল জনসন নিজেই আজ যেন অবস্থান করছেন ভয়ংকর কোনো দুঃস্বপ্নের ভেতরে। জিম করতে যেয়ে ভয়ংকর চোট পেয়ে রক্তাক্ত হয়ে পড়েছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ফাস্টবোলার হওয়ার সুবাদে চোটের শিকার তিনি কম হননি। কিন্তু এবারের কাহিনী আলাদা। জিম করতে যেয়ে মাথা ফাটিয়ে ফেলেছেন, তাও আবার যেমন তেমন মাথা ফাটানো নয়। এক বারের মাথা ফাটাতেই পড়েছে ১৬ টি সেলাই। ভয়ঙ্কর সেই চোটের ছবি আবার নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন তিনি। সত্যিই শিউরে ওঠার মতো ছবিটি।

জিম করতে যেয়ে নিজের ভুলে মাথায় ভয়ংকর আঘাত পান তিনি, তারপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন ভয়ংকর চোট পাওয়ার পর যে তিনি ভেঙে পড়েননি তা তার হাসিমাখা মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পরে জনসন তাঁর ভক্তদের সতর্ক করে দিয়ে লিখেছেন, ‘‘যদি আপনি রক্ত ও কাটা পছন্দ না করেন তবে এই ছবিগুলি দেখবেন না! আমি আমার নিজের জন্য ভাল কিছু করেছি তা নয় কিন্তু আমি ভাল আছি’’।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles