আবহাওয়া বৈরিতা ও বৃষ্টির কারণে ফতুল্লায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল ১০ ওভারে।বৃস্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা গাজী গ্রুপ ক্রিকেটার্স তাদের প্রতিপক্ষ বিকেএসপিকে ১০ ওভারে ১২৩ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার রনি তালুকদার এবং ওয়ালিউল করিম। তাদের ব্যাটিং নৈপুণ্যতায় প্রথম ৫ ওভারেই ৬২ রানের পাহাড় তুলেন। পরে ১৮ বলে ২৫ করে নওশাদ ইকবালের বলে ওয়ালিউল বিদায় নেয়। এর কিছুক্ষন পরেই অধিনায়ক শামসুর রহমানকেও মাঠ ছাড়তে হয়।
এরপর ১৬ বলে ৪১ রান করা রনি তালুকদারকে নিজের তৃতীয় উইকেট হিসেবে তুলে নেন নওশাদ। এরপর সাজ্জাদুলের ৮ বলে ২০, মায়শুকুরের ১১ বলে ১৯ এবং তৌহিদ তারেকের ৬ বলে ১১ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রানের পুঁজি পায় গাজি গ্রুপ।
২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন নওশাদ ইকবাল। জয়ের জন্য ১০ ওভারে ১২৪ রান করতে হবে বিকেসপিকে।