12.7 C
New York
Tuesday, March 28, 2023

Buy now

রাব্বি ইভানের নৈপুণ্যে রাজশাহীর একতরফা জয়

রাজশাহীর দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ১৩৮ রানেই অল আউট হলো তামিমের কুমিল্লা। মাত্র ১৮.২ ওভারেই কুমিল্লার সবকটি উইকেট তুলে নেয় রাজশাহী। ৩৮ রানের ব্যবধানে জয় পেয়ে মিরাজের রাজশাহী। ম্যাচসেরা নির্বাচন হয়েছেন লউরি ইভান।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমিল্লার কোনো ব্যাটসম্যানই বড় রান তুলতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে তামিমের ব্যাট থেকে। বাকিরা কেউই ২০ এর কোটা পার করতে পারেনি।

শামসুর রহমান ১৫, কায়েস ১৫, জিয়া ১২ ও আফ্রিদির ব্যাট থেকে আসে ১৯ রান। দলীয় ৯৩ রানের আগে ফিরেন তামিম বিজয়, শামসুর ও জিয়া। এরপর দলীয় ১১০ রানের মধ্যে ফেরেন কায়েস ও পেরেরা ০ রানে আউট হন। ছোট ছোট রানের ইনিংসে কুমিল্লা কখনোই ম্যাচ জয়ের ধারে কাছেও পৌঁছাতে পারেনি।

রাজশাহীর হয়ে ৩ ওভারে ১০ রানে ৪ উইকেট নিয়ে কুমিল্লাকে ধ্বসিয়ে দেন কামরুল ইসলাম রাব্বি। কোয়াইজ আহম্মেদ ৪৪ রান ও ডাসকাট ১৫ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মুস্তাফিজ ও সানি।

রাজশাহীর এই জয়ে ৭ ম্যাচে ৪ জয় দিয়ে রংপুরকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে গেল। তাদের ঠিক উপরেই রয়েছে কুমিল্লা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles