বিদেশি ক্রিকেটারদের মধ্যে আফ্রিকান বংশোদ্ভূত রবি ফ্রাইলিংক চিটাগং ভাইকিংসের হয়ে এখন পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করে আসছেন। মুশফিকের অধিনায়কত্বে চিটাগং ভাইকিংসে খেলছেন এই বিদেশি তারকা।
চলতি আসরে চিটাগং ভাইকিংসের হয়ে দারুণ ফর্মে রয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার রবি ফ্রাইলিংক। এ পর্যন্ত ৪ ম্যাচে ১৬ ওভার বোলিং করে ১৩.৪৪ এভারেজে নিয়েছেন ৯টি উইকেট। ব্যাট হাতেও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেই জয় করে নিয়েছেন ভক্তদের মন।
চিটাগংয়ে এই বিদেশি অলরাউন্ডারের দলেই রয়েছেন বাংলাদেশি তরুণ ক্রিকেটার আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন সৈকত ও খালেদ আহম্মেদরা। এই তিন ক্রিকেটারকে নিয়ে বেশ আশাবাদী তিনি। রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রোমঞ্চকর ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে ঐ তিন ক্রিকেটারকে নিয়ে ফ্রাইলিংক এক পর্যায় বলেন-
“আমি বাংলাদেশ ছাড়ার আগে যদি, আবু জায়েদ রাহি বা খালেদকে তাদের ইয়র্কারের ক্ষেত্রে ধারাবাহিক করতে পারি এবং ওদের চিন্তা ভাবনা আরও পরিষ্কার করতে পারি। সেই সাথে মোসাদ্দেককে যদি আরও ভালোভাবে পেস বলে হিট করায় সহায়তা করতে পারি, তখন আমার মনে হবে বিদেশী ক্রিকেটার হিসেবে আমি আমার কাজ (স্থানীয় ক্রিকেটারদের উন্নতি করানো) করেছি।”
মুশফিকের নেতৃত্বে বর্তমানে চিটাগং ভাইকিংস ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২ নং অবস্থানে রয়েছে। সিলেট পর্বে আপাতত খেলা নেই তাদের। ১৯ জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং।