আন্তর্জাতিক ক্রিকেটে রায়ডুর বোলিং নিষিদ্ধ হলো। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আগেই তাকে অবগত করেছিল আইসিসি। এরপর বোলিং পরীক্ষার জন্য ১৪ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। তবে এই সময়ে টেস্ট রিপোর্ট জমা না দেওয়ায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে রায়ডুর বোলিং নিষিদ্ধ করল আইসিসি।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা রায়ডুকে অভিযুক্ত করেছিল আগেই। ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীন রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে নড়েচড়ে বসে আইসিসি। সন্দেহজনক অ্যাকশনের জন্য অভিযুক্ত করে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয় তাঁর বোলিংয়ে। এরপর রায়ডুকে ১৪ দিনের সময়সীমা বেঁধে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
এই সময়সীমার মধ্যে সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধে কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা উল্লেখ করে আইসিসি। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র পেতেন এই দক্ষিণী ক্রিকেটার। কিন্তু বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পরীক্ষার জন্য আইসিসি’র ডাকে সাড়া দেননি রায়ডু। সেকারণেই সোমবার আন্তর্জাতিক ক্রিকেটে রায়ডুর বোলিংয়ে পাকাপাকি নিষেধাজ্ঞা জারি করল আইসিসি।
আইসিসির ৪.২ নম্বর ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে আম্বাতি রায়ডু বোলিং করতে পারবেন না। যতদিন না তিনি ফের বোলিং-এ টেস্ট দিচ্ছেন ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি বল করতে পারবেন। বিসিসিআই-এর ১১.৫ ধারা অনুযায়ী বোর্ডের কাছে অনুমতি নিয়ে বোলিং করতে পারেন আম্বাতি রায়ডু।