সুযোগ ছিল লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা দখলে নেওয়ার। কিন্তু মোক্ষম সুযোগটা হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে পয়েন্ট টেবিলের ১৭ নম্বর অবস্থানে থাকা জিরোনার বিপক্ষে ১-২ ব্যবধারে হেরে লজ্জার মুখোমুখি হলো তারা। এই হারের ফলে লিগ টপার বার্সার সঙ্গে নিজেদের ব্যবধান ঘোচানোর সুযোগ কাজে লাগাতে পারল না তারা।
রবিবার লা লিগায় রিয়ালের ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যু’তে ম্যাচের টানা ষষ্ঠ জয়ের আশায় মুখোমুখি হয় দূর্বল জিরোনার বিপক্ষে। বার্সার সাথে ব্যবধান ঘুচানোর লক্ষ্যে ম্যাচের ২৫ মিনিটে ক্রুজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ক্যাসেমিরো। ১-০ ব্যবধান নিয়েই তারা বিরতিতে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালকে হজম করতে হয় জোড়া গোল। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় নিজেদের বক্সে হ্যান্ড বল করে হলুদ কার্ড দেখেন রামোস ৷ ৬৫ মিনিটের মাথায় পড়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে জিরোনাকে ১-১ সমতায় ফেরান ক্রিশ্চিয়ান স্টুয়ানি৷ ৭৫ মিনিটে জিরোনার হয়ে জয়সূচক গোল করেন পোর্তু৷ ৯০ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামোস ৷ রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন ৷
এ পরাজয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। আর রিয়ালকে হারিয়ে টেবিলের ১৫ নম্বর স্থানে উঠে আসল জিরোনা।