শুক্রবার ইতালিয়ান লিগের রোনালদো ও দিবালার গোলে অবনমন অঞ্চলে থাকা ফ্রোসিনানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে জুভেন্টাস। এই জয় দিয়েই আগামী বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর লড়াইয়ের প্রস্তুতি সারল তারা।
জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন দিবালা। রোনালদোর পাসে বল পেয়ে ২০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
১৭তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন মারিও মানজুকিচ। প্রতিপক্ষের গোলরক্ষক সেটি রুখে দিলেও বল বেরিয়ে যায়। সেখান থেকে শট নেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। বল জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় তুরিনের বুড়িরা। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।
বিরতির পর ৬৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি জুভেন্টাসের জয় নিশ্চিত করে ফেলেন রোনালদো। মানজুকিচের পাস থেকে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা। লিগের শেষ চার ম্যাচের চারটিতেই গোল করলেন রোনালদো। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের জার্সিতে সিআরসেভেনের এটি ২১তম গোল।
২৪ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৬৬। এক ম্যাচ কম খেলা নাপোলি ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪৩। রোববার নাপোলি ঘরের মাঠে তোরিনোর মুখোমুখি হবে।