মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে অ্যাডাম জাম্পার করা ইনিংসের ৩৩ তম ওভারের দ্বিতীয় বলে কেদার জাদবের বিদায়ের পর ক্রিজে আসেন ধোনি। কিন্তু শেষ ম্যাচে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলা ধোনি জাম্পার করা পরের বলেই ক্যাচ আউট হন। একদিনের ক্রিকেটে ৯ বছর পর আবার গোল্ডেন ডাক ধোনির।
এই নিয়ে পঞ্চমবার প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। শেষবার ২০১০-এ বিশাখাপত্তনমে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি।
একদিনের ক্রিকেটে ধোনি সবচেয়ে বেশি তিনবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শূন্য রানে আউট হয়েছেন। প্রথমবার ২০১০-এ বিশাখাপত্তনমে, দ্বিতীয়বার ২০১৬-তে ক্যানবেরায় এবং তৃতীয়বার এদিন নাগপুরে।
একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন এমএসডি। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে গোল্ডেন ডাক মারার তালিকায় ধোনি রয়েছেন দ্বিতীয় অবস্থানে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্ক বাউচার। ওয়ানডে ক্যারিয়ারে তিনি মেরেছেন সাতটি ডাক।