ইপিএলের প্রথম চারের লড়াই জমিয়ে দিল আর্সেনাল। শনিবার লন্ডন ডার্বিতে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিকে ২-০ গোলের ব্যবধানে হারাল তারা। ফলে অ্যাওয়ে ডার্বিতে হারের মধুর প্রতিশোধ নিল উনাই এমরির দল।
গত ম্যাচ হারের পর এদিন শুরু থেকেই বিপক্ষের ওপর চেপে বসে আর্সেনাল। মুহুমুহু আক্রমণ শানাতে থাকে তারা। সুযোগ পেয়েছিলেন তারকা স্ট্রাইকার অবামেয়াং। কিন্তু তা থেকে বেশ কয়েকবার দলের বিপদ রোধ করেন চেলসি কিপার। তবে চাপ রাখার ফলে অবশেষে সুযোগ পেয়ে যায় তারা।
১৪ মিনিটে ফরাসি স্ট্রাইকার লাকাজেতের একক দক্ষতায় বিশ্বমানের গোল। অবশ্য গোল হজম করে ম্যাচে ফেরার চাপ বাড়ায় চেলসি। সহজ সুযোগ হাতছাড়া করেন পেদ্রো। বিরতিতে যাওয়ার আগে আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান ফরাসি ডিফেন্ডার কসিয়েলনি। তবে বিরতির আগে ব্যবধান কমাতেই পারতো চেলসি। কিন্তু অ্যালেন্সোর হেড পোস্টে লেগে প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য চাপ বাড়ায় চেলসি। তবে সারা ম্যাচে মাত্র একটি শট গোলে রাখতে সক্ষম হয় তারা। তবে এই অর্ধে ট্যাকটিকাল ফুটবলে বাজিমাত আর্সেনালের। এই ম্যাচের পর জমে গেল প্রথম চারের লড়াই। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি।