আশঙ্কা ছিল কোয়াটার ফাইনালে আয়াক্সের বিরুদ্ধে প্রথম লেগে নিষিদ্ধ হওয়ার। তবে এ যাত্রায় জরিমানা দিয়েই পার পেয়ে গেলেন জুভেন্টাস তারকা ক্রিষ্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করার পর অসমীচীন আচরণের দায়ে তাকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে জুভেন্টাসকে ২-০ গোলে হারানো ম্যাচের সময় অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। আপত্তিকর গোল সেলিব্রেশনের জন্য অ্যাটলেটিকোর কোচ সিমিওনের বিরুদ্ধে ১৯.৬১০ হাজার ইউরো জরিমানা ঘোষণা করা হয়েছিল৷
তুরিনে ফিরতি লেগে রোনালদোর হ্যাটট্রিকে অ্যাটলেটিকোকে ৩-০ গোলে হারায় জুভেন্টাস। ম্যাচ শেষে সিমিওনের মতো একই কাজ করেন রোনালদোও। ফলে প্রথমদিকে রোনালদোর নিষেধাজ্ঞার গুঞ্জন উঠলেও তাকেও শাস্তি স্বরূপ ২০ হাজার ইউরো জরিমানা করল উয়েফা৷