ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে পঞ্চম তথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মার ভারত৷ রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দলে এদিন তিনটি পরিবর্তন রয়েছে৷
দলে এসেছেন মিডল অর্ডারের ভরসা মহেন্দ্র সিং ধোনি। বোলিং-এ ভূবনেশ্বরের সঙ্গে ফেরানো হয়েছে মোহম্মদ শামি-কে। দলে হার্দিকের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে নেওয়া হল বিজয় শঙ্করকেও। বিশ্রাম দেওয়া হল কুলদীপ যাদব, কার্তিক ও খলিল আহমেদকে। অপরদিকে শেষ পর্যন্ত পিঠে ব্যথার কারণে এদিন খেলছেন না কিউই ওপেনার মার্টিন গাপ্টিল। তাঁর বদলে নিউজিল্যান্ড দলে ফিরিয়েছে কলিন মুনরোকে।
তবে তিনটি পরিবর্তন আসা সত্বেও শেষ ওয়ানডেতে ভুগছে ভারতীয় দল। ড্রিংকস ব্ৰেকে যাওয়ার আগে তারা চারটি উইকেট হারিয়েছে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রোহিম শর্মা, শিখর ধাওয়ান ও শুভমান গিল কেউই দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। মিডল অর্ডারের ভরসা ধোনি দলের প্রয়োজন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ১ রানে বোল্টের বলে আউট হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৮ ওভারে ৪৮/৪। ক্রিজে রায়ডু ৫ ও শঙ্কর ১৮ রানে ব্যাট করছেন। বোল্ট ও হেনরি ২টি করে উইকেট নিয়েছেন।
ভারতীয় একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেরক্ষক), কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া বিজয শঙ্কর, ভুবনেশ্বর কুমার, মোহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল।
নিউজিল্যান্ড একাদশ- হেনরি নিকোলস, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, মিচেল স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহোমি, টড অ্যাস্টল, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।