দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ে দারুন অবদান রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ জয়ের মূল নায়ক ছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার।
সিরিজ জয়ের এই উৎসবের মাঝেই আবার বিশেষ এক দিন এসে গেছে তার। আজ (বৃহস্পতিবার) সাকিবের ৩৫তম জন্মদিন। ১৯৮৭ সালে আজকের এই দিনে মাগুরায় জন্ম হয়েছিল তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে জন্মদিনের আগে দারুণ এক উপহার পেয়েছেন তিনি।
আরও পড়ুন: দোয়া চাইলেন মুস্তাফিজ
অন্যদিকে জন্মদিনে সাকিবকে ভালোবাসা-শুভেচ্ছায় সিক্ত করছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সাকিবের প্রশংসার জোয়ার।

মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমাদের সর্বকালের সেরা সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তুই বছরের পর বছর ধরে আমাদের দেশের জন্য যা অর্জন করেছিস, তার জন্য সত্যিই গর্বিত এবং আমি জানি আরও অনেক অর্জন আসবে তোর হাত ধরে। সবসময় দ্যুতি ছড়াও চ্যাম্পিয়ন।’
আরও পড়ুন: গ্রানাডা টেস্টের মধ্য দিয়ে অধিনায়কত্ব ছাড়বেন রুট
ওপেনার লিটন দাস শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব ভাই। আপনার মতো একজন সতীর্থ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আপনার পারফরম্যান্সে বাংলাদেশ ভবিষ্যতে আরও অনেক ম্যাচ জিতবে বলে আশা করি। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘সাকিব আল হাসান- অনুপ্রেরণার নাম, বড় ভাই। আপনি আমাদের কাছে খুব বিশেষ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি। আপনি আমার অন্যতম অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সর্বশক্তিমান সবসময় আপনাকে সুখে রাখুন।’

আরও পড়ুন: আজ রাত ৯টায় দেশে ফিরছেন সাকিব
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘দলের পেছনে সর্বদা একজন হৃদয়বান মানুষ থাকে, আমি আশা করি আপনি আমাদের দলকে অনুপ্রাণিত করবেন এবং উৎসাহিত করবেন। কিংবদন্তি সাকিব আল হাসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি এবং আপনার পরিবার সবসময় সুখী থাকুন।’

তরুণ স্পিসার নাসুম আহমেদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সাকিব ভাইয়া, শুধু আমার কাছে নয়, সবার কাছেই অনুপ্রেরণার নাম। আজ উনার জন্মদিন। বিশেষ দিনে ভাইয়াকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। উনার পরিবারের সবাই সুস্থ হয়ে উঠুক, এটাই চাওয়া।’

আরও পড়ুন: ফের আইপিএলে সুন্দরী মায়ান্তি
পেসার আবু জায়েদ রাহীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ব্যাটি-বোলিং-ফিল্ডিংয়ে এই মানুষটা কিংবদন্তি। শুভ জন্মদিন সাকিব ভাই।’ সৌম্য সরকার লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব ভাই। ভালোবাসা ও শ্রদ্ধা নিবেন।’
১৯৮৭ সালে মাগুরায় জন্ম নেওয়া সাকিবের জাতীয় দলে অভিষেক হয় ২০০৬ সালে। দেশের হয়ে তিনি ৫৯ টেস্ট, ২২১ ওয়ানডে ও ৯৬টি টি-টোয়েন্টি খেলেছেন।
বিডি স্পোর্টস নিউজ/জেএ