হাতের ইনজুরির কারেণ আপাতত মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। মার্চের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ফিরতে পারেন তিনি। তবে সেটিও এখনো নিশ্চিত নয়।
ইনজুরি থেকেই ফিরেই পাঁচ দিনের ক্রিকেটে ফেরাটা সাকিবের জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ হবে। তাই বিশ্বকাপের আগে তাকে নিয়ে আর কোনে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না।
এদিকে মার্চের শেষ সপ্তাহে মাঠে গড়াচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন কিনা তা সাকিবের উপরই ছেড়ে দিয়েছেন বিসিবি প্রধান।
নিউজিল্যান্ডে টাইগারদের খেলা দেখতে গিয়ে রোববার উপস্থিত সংবাদমাধ্যমে পাপন বলেন, ‘বিশ্বকাপ মাথায় রেখে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি মোস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না। সাকিবের খেলা নিয়েও কথা চলছে। এখানে দেখতে হবে সে নিজে কী চায়। কারণ সাকিব আইপিএল খেলতে খুবই আগ্রহী। দ্বিতীয়ত, যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কি না, কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মুস্তাফিজের কারণে।’
এদিকে দেড় মাসের এই টুনামেন্টে খেলতে গিয়ে ইনজুরি পড়ার সম্ভাবনা থাকে। তবে সাকিব এ বিষয়ে সতর্ক থাকবেন বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘অবশ্যই এরকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোনো ক্রিকেটার এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোটের কারণে জাতীয় দলের খেলা মিস করে। আমার মনে হয় সে সতর্ক থাকবে। এ ছাড়া কি বলতে পারি।’